January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বেসরকারি ল্যাব গুলিতে অর্থ ছাড়াই করো না পরীক্ষা করা যাবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনা পরীক্ষায় এবার বিনামূল্যে করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট | যে কোন বেসরকারি ল্যাব গুলিতে এবার কোনো অর্থ ছাড়াই করোনা পরীক্ষা করা যাবে| দিনদিন ক্রমশ বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা | এখনো পর্যন্ত ভারতে 149 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে | প্রতিদিনই যেন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে | ইতিমধ্যেই পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা | এই সংখ্যাটা নিয়ন্ত্রণ করতে বিশেষজ্ঞরা জানান, আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে হবে বলে | সেই অনুযায়ী, এবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতি অশোক ভূষণ এবং এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চে এ নির্দেশ দেন বেসরকারি ল্যাব গুলি করোনা পরীক্ষার জন্য অর্থ নিতে পারবে না | তবে সূত্রের খবর, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, করোনা পরীক্ষার যা খরচ হবে তা পরে কেন্দ্রীয় সরকার বেসরকারি ল্যাব গুলিকে পাঠিয়ে দেবে |