করোনা পরীক্ষায় এবার বিনামূল্যে করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট | যে কোন বেসরকারি ল্যাব গুলিতে এবার কোনো অর্থ ছাড়াই করোনা পরীক্ষা করা যাবে| দিনদিন ক্রমশ বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা | এখনো পর্যন্ত ভারতে 149 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে | প্রতিদিনই যেন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে | ইতিমধ্যেই পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা | এই সংখ্যাটা নিয়ন্ত্রণ করতে বিশেষজ্ঞরা জানান, আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে হবে বলে | সেই অনুযায়ী, এবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতি অশোক ভূষণ এবং এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চে এ নির্দেশ দেন বেসরকারি ল্যাব গুলি করোনা পরীক্ষার জন্য অর্থ নিতে পারবে না | তবে সূত্রের খবর, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, করোনা পরীক্ষার যা খরচ হবে তা পরে কেন্দ্রীয় সরকার বেসরকারি ল্যাব গুলিকে পাঠিয়ে দেবে |