May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল কর্মরত সিভিক ভলেন্টিয়ারের

মালদা: বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক কর্মরত অবস্থায় থাকা সিভিক ভলেন্টিয়ারের। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ এলাকায়। ঘাতক বাসটিকে এবং চালক ও খালাসিকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে এই খবর পাওয়ার পরে মৃত সিভিক ভলেন্টিয়ার কে দেখতে হাসপাতালে ছুটে যান ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্তারা।
জানা গেছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম বাপন রজক। বাড়ি ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন তিনি। ঠিক সেই সময় মানিকচক থেকে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো কে এবং পরে ওই সিভিক ভলেন্টিয়ার কে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের। জানা গেছে এ ঘটনায় এক টোটো যাত্রীও আহত হয়েছে।