করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। যে পরিস্থিতিতে দেশে দিনমজুর, সাধারণ গরীব মানুষদের রুটিরুজিতে টান পড়েছে। ইতিমধ্যেই বেলুড় মঠ কতৃপক্ষকে দরিদ্র মানুষদের সাহায্যের জন্য ২০০০ কেজি চাল দেবেন বলে সৌরভ আগেই জানিয়েছিলেন। এদিন সেই প্রতিশ্রুতি পূরণে বেলুড় মঠে উপস্থিত হলেন বিসিসিআই সভাপতি। এরপর সেখানে তিনি চাল দান করেন।
উল্লেখ্য ২৫ বছর পর তিনি বেলুড় মঠে এলেন বলেন জানিয়েছেন মহারাজ। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনে আপৎকালীন মেডিক্যাল পরিষেবা দেওয়ার জন্য ইডেন গার্ডেন্স প্রয়োজন হলে, সৌরভ তা দিতে রাজি হয়েছেন। সেই মতো রাজ্য সরকারকেও প্রস্তাব দেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে ইডেন গার্ডেন্সে অস্থায়ী মেডিক্যাল ইউনিট তৈরি করে করোনো চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে৷ রাজ্য সরকার রাজি থাকলে এই করোনার যুদ্ধে ইডেনের ইন্ডোর ও ক্রিকেটারদের ডরমেরাটিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হবে।উল্লেখ্য রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে করোনা মোকাবিলার জন্য মোদীর আপতকালীন ফান্ডে সৌরভের নেতৃত্বাধীন বিসিসিআই ৫১ কোটি টাকা দান করেছে।যখন ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব পেয়েছিলেন তখন ফিক্সিংয়ের জন্য ভারতীয় ক্রিকেটে তোলপাড় অবস্থার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি ঘুরিয়ে দেশবাসীকে ভারতীয় ক্রিকেটের প্রতি ফের ভরসা করতে শিখিয়েছিলেন।
পরবর্তী সময়ে বোর্ডের টলমল অবস্থায় ক্যাপ্টেন হয়ে দিন রাতের ক্রিকেট আয়োজন থেকে একাধিক কর্মযজ্ঞে প্রশাসক হিসেবে বিসিসিআইকে টেনে তুলেছেন। কেন তিনি আজও দেশবাসীর চোখে মহারাজ , জাতীয় বিপর্যয়ের সময় বারেবারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ফের বুঝিয়ে দিলেন প্রিন্স অফ ক্যালকাটা।