কোচবিহার:-চার মাস ধরে বেতন না পেয়ে রাজপথে শুয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কোচবিহার পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, করনা অতিমারি সময় কোচবিহার পৌর এলাকার নিরলস ভাবে সাফাই করে যাওয়া হচ্ছে। কিন্তু মাসিক ৪০০০ টাকা বেতন দিচ্ছে না পৌরসভা। বেতন না পেয়ে অনাহারে দিন কাটছে অস্থায়ী শ্রমিকদের। অবিলম্বে বেতন পরিশোধ না হলে পৌর এলাকার সাফাই কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। আগামী মঙ্গলবার অব্দি বেতন পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার এর মধ্যে যদি বেতন পরিশোধ না হয় তাহলে বুধবার থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে কোচবিহার পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা।