July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বেগ ওল্ডিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে বসল ভারত-চিন

বেগ ওল্ডিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে বসল ভারত-চিন। দেপসাঙ থেকে সেনা সরানো নিয়েই ওই বৈঠক বলে জানা গিয়েছে। গত কয়েক দিন ধরেই দেপসাঙে দু’দেশের সেনা মোতায়েনকে ঘিরে একটা চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে কারণেই শনিবারের এই বৈঠক বলে সেনা সূত্রের খবর।

ভারতের হয়ে এই বৈঠকে রয়েছেন মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং ৩ মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি)। সেনা সূত্রে খবর, দেপসাঙে চিনের সেনা মোতায়েনের বিষয়টিই তুলে ধরা হবে বৈঠকে। পাশাপাশি, ওই এলাকায় ভারতীয় সেনার টহলদারিতেও বাধা দেওয়ার প্রসঙ্গটিও তোলা হবে। ভারতের হয়ে এই বৈঠকে রয়েছেন মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং ৩ মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি)। সেনা সূত্রে খবর, দেপসাঙে চিনের সেনা মোতায়েনের বিষয়টিই তুলে ধরা হবে বৈঠকে। পাশাপাশি, ওই এলাকায় ভারতীয় সেনার টহলদারিতেও বাধা দেওয়ার প্রসঙ্গটিও তোলা হবে।

ভারতের দাবি, দেপসাঙের বিপরীতে প্রায় ১৫ হাজার সেনা, ট্যাঙ্ক, কামান মোতায়েন করেছে চিন। সেনা সূত্রে খবর, লাদাখের উত্তরে দেপসাঙের একটা রণকৌশলগত গুরুত্ব রয়েছে। চিন বার বারই এখানে সমস্যা তৈরির চেষ্টা করে। ২০১৩ এবং ২০১৪-তে এখানেই দু’দেশের সেনা সংঘর্ষে জড়িয়েছিল।