নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো জেলা পুলিশের সাফল্য, গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুরুনদা গ্রাম থেকে বেআইনি বাজি সহ প্রচুর কাঁচামাল উদ্ধার করল এগরা থানার পুলিশ, জানা গেছে এগরা থানার ওসি কাশীনাথ চৌধরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এগরা থানার পুরুনদা গ্রাম থেকে প্রচুর বে আইনি বাজি ও বোম এবং প্রচুর বেআইনি বাজি তৈরির কাঁচামাল গন্ধক, বারুদ উদ্ধার করতে সমর্থ হন।সেই সাথে বেআইনি বাজি প্রস্তুত কারক মালিক লক্ষী নারায়ণ জানা কে গ্রেপ্তার করেন এগরা থানার পুলিশ। এগরা থানার ওসি কাশীনাথ চৌধরী জানান লক ডাউনে এগরা থানা এলাকায় বেআইনি মদ বিক্রি, জুয়া খেলা, ও বেআইনি বাজি প্রস্তুত,কোনো বরদাস্ত করা হবে না। কোনো জমায়েত,মুখে মাক্স না পরা, বিনা হেলমেট বাইক চালানো কোনো কিছুই চলবে না। সরকারি নিয়ম অনুযায়ী তা মানতে হবে। না হলে পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন কড়া হাতে তা দমন করবে বলে এগরা থানার ওসি কাশীনাথ চৌধরী জানান। অন্য দিকে এ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।