April 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বৃষ্টির জেরে জল বাড়ছে আত্রেয়ী নদীতে, উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে জল বাড়ছে বালুরঘাটের আত্রেয়ী নদীতে। এদিন সকাল থেকে বালুরঘাটে বৃষ্টি বন্ধ থাকলেও, আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীর জল আরো বাড়তে পারে। পাশাপাশি বালুরঘাটের নদী সংলগ্ন নীচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। শহরের হালদারপাড়া এবং আত্রেয়ী কলোনিতে বেশকিছু বাড়ি জলমগ্ন। ক্রমাগত জল বেড়ে চলায় এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন।
বালুরঘাটের হালদারপাড়া বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি স্লুইচগেট চুঁইয়ে জল ঢুকছে এলাকায়। এ বিষয়ে মেরামতির দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা।
অপরদিকে বালুরঘাট আত্রেয়ী কলোনিতে বহু বাড়ি জলমগ্ন। অনেককেই সরে যেতে হচ্ছে। পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে খাবার সহ কোনো সাহায্য পাননি বলে তারা জানান।