
বুধবার সকালেই আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, তাপ প্রবাহের মতো পরিস্থিতি হবে। বিকেলই সেই কথাটা আরও সুনিশ্চিত করে জানিয়ে দেওয়া হল । দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি দুই-ই বাড়বে বলে জানান হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ৫ দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। পাশাপাশি লু পরিস্থিতির বদলে ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বলা হয়েছে আগামী ৭২ ঘণ্টা দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ছাড়া উত্তর ও দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হুগলি ও হাওড়ার কিছু অংশ ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি তা না হয় তাহলে তাপের সঙ্গে বাড়বে আপেক্ষিক আদ্রতা।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 26.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 44.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
চলতি সপ্তাহে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি
দক্ষিণবঙ্গে নিম্নচাপের সম্ভাবনা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ