July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বৃষ্টিতে জলমগ্ন তমলুক জেলা হাসপাতাল চত্বর, সমস্যায় সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলা জুড়ে লাগাতার বৃষ্টি লেগেই রয়েছে। কখনো হালকা আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে জেলায়। আর সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক জেলা হাসপাতাল চত্বর। নিকাশি ব্যবস্থা সঠিক ভাবে না থাকায় জল বের হতে পারছেনা হাসপাতাল চত্বর থেকে। তাই গত কয়েকদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন খুব জেলা হাসপাতাল চত্বর। জেলা হাসপাতাল চত্বরে রোজ হাজার হাজার মানুষের আগমন। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অনেক সময় জেলার বাইরের মানুষজনও চিকিৎসার জন্য এই তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু অল্প বৃষ্টিতেই যেভাবে তমলুক জেলা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ে তাতে সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা। খোদ প্রশাসনের নাকের ডগায় এহেন অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জেলা হাসপাতাল চত্বরে অবস্থায়ই যদি এমন হয় তবে গ্রামীণ এলাকার হাসপাতালের অবস্থা কোথায়? রাজ্য জুড়ে একাধিক জায়গায় রাস্তার বেহাল দশা নিয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। তবে এবার হাসপাতাল চত্বরের জলমগ্ন অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। প্রতিবছরই দু-একবার বৃষ্টি হলেই জেলা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ে। হাঁটু সমান জল পারাপার করতে হয় রোগীসহ রোগীর আত্মীয় পরিজনদের। খোদ জেলা প্রশাসনের নাকের ডগায় এমন অবস্থা দেখা গেলেও কোন রকম হেলদোল নেই প্রশাসনের। নিকাশি ব্যবস্থা থাকলেও টানা থাকার মত অবস্থাতেই পরিণত হয়েছে। নির্বাচন আসলে নেতাদের মুখে প্রতিশ্রুতি পাওয়া যায় সমস্যা সুরাহার ব্যাপারে, কিন্তু নির্বাচন মিটলে তা গল্পে পরিণত হয়।