May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
।বাড়িতে কেউ না থাকার সুযোগে ঠাকুমার ঘর থেকে টাকা নিতে গেলে বাধা পেয়েই সে ঠাকুমাকে খুন করে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

উত্তর দিনাজপুর রায়গঞ্জের ১১নং বীরঘই গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রাম এলাকায়। বৃদ্ধার ক্ষতবিক্ষত উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  পুলিশ সুত্রে জানা গেছে মৃতার নাম বাতাসী বর্মন(৭০)। ঘটনায় তার নাতি শঙ্কর বর্মনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সুত্রে খবর, এদিন রাতে তার শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখাযায় ওই বৃদ্ধাকে। তার মাথার ডানদিকে আঘাতের চিহ্ন মেলায় তাকে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জানাগিয়েছে, ওই বৃদ্ধার তিন ছেলের মধ্যে একজন বাগডোগরা থানায় এসআই পদে কর্মরত আছেন।  বৃদ্ধার নাতি শঙ্কর তার বাবার সঙ্গে চায়ের দোকান চালায়।
লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়ে ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।