May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বুনিয়াদপুরে 33 তম বর্ষে ঐতিহ্যমন্ডিত লোকসংস্কৃতি বাউল উৎসব

সোমবার সন্ধ্যায় ৩৩ তম বর্ষে বুনিয়াদপুর পীরতলা ঐতিহ্যমন্ডিত লোকসংস্কৃতি বাউল উৎসবের শুভ সূচনা হলো। এইদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বুনিয়াদপুরের ঐতিহ্য মন্ডিত লোকসংস্কৃতি বাউল উৎসবের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শার্দুল মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন, উপ-পৌরপতি জয়ন্ত কুন্ডু সহ বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার বর্গরা। জানা যায় আগামী পাঁচ দিন দিবারাত্রি ব্যাপী অনুষ্ঠিত হবে বুনিয়াদপুরের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বাউল উৎসব। কমিটি সূত্রে জানাযায় অন্যান্য বারের মতই বহু দূর দূরান্ত থেকে আগত বাউল শিল্পী সমন্বয়ে মুখরিত হবে মুখরিত হবে ঐতিহ্যমণ্ডিত লোক সংস্কৃতি বাউল উৎসব প্রাঙ্গণ। এছাড়াও এবছর বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পী সম্পা বিশ্বাস। উদ্যোক্তারা যথেষ্টই আশাবাদী অন্যান্য বছরের মতোই সম্পূর্ণ কভিদ সুরক্ষা মেনে আয়োজিত এবছরের বাউল উৎসবের পাঁচদিন হাজারে হাজারে মানুষের ঢল নামবে পীরতলা বাউল উৎসব প্রাঙ্গণে|