September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বীর শহীদ চুড়কা মুর্মুর আত্মবলিদান দিবস পালিত হল বালুরঘাটে

বালুরঘাট, ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদ চুড়কা মুর্মুর আত্ম বলিদান দিবস পালিত হল বালুরঘাটে | মঙ্গলবার চুড়কা মুর্মু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন চুড়কা মুর্মুর গ্রামে শহীদ বেদীতে মাল্যদান করেন সাংসদ সহ বিশিষ্টজনেরা। একই সাথে চকরাম প্রাথমিক বিদ্যালয় চুড়কা মুর্মুর স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে ভারত-পাকিস্থান যুদ্ধের সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকদুর্গা গ্রামে পাকিস্তানী খান সেনারা গোলাবর্সন শুরু করে। সেই সময় পাড়ার লোকেরা গ্রাম ছেড়ে পালাতে থাকে। তখন চক্রাম প্রসাদ গ্রামের চুড়কা মর্মুকে দেখা যায় অন্য ভূমিকায়। সে না পালিয়ে বি.এস.এফ. জওয়ানদের সাহায্য করতে এগিয়ে যায়।
খান সেনাদের আক্রমণ থেকে বাঁচাতে বি.এস.এফ.দের গুলির বাক্স মথায় করে লুকিয়ে রাখার চেষ্টা করছিল সে। সেই সময় চকদুর্গা গ্রামের বড় পুকুর পাড়ে পা পিছলে পড়ে যায় চুড়কা। তার পরেই পাকিস্তানী সেনারা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বীর চুড়কা ।

জেলা তথা দেশের গর্ব বীর শহীদ চুড়কা মর্মুকে সন্মান জানাতে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয় চুরকা মুর্মু স্মৃতি রক্ষা কমিটির তরফে।

চুড়কার পরিবারের দুই সদস্য রামধান সোরেন, পরেশ মুর্মু জানিয়েছেন, দেশের জন্য তাদের ছেলে আত্ম বলিদান দিয়েছে। তবে এখনো সরকারিভাবে তাকে শহীদ ঘোষণা করা হয়নি। আমরা চাই তাকে যোগ্য সম্মান দিয়ে তার সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, দেশের জন্য আত্ম বলিদান দিয়েছে চুড়কা মুর্মু। তার স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।