বীরভূমের ৯ জন শ্রমিক কাঁথি স্টেশনে আটক, দিঘাতে রাজ মিস্ত্রি কাজ করতে আসা লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন তাঁরা। তাই তারা রেল লাইনের উপর হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়ে ছিলেন। কিন্তু মাঝ পথেই তাঁদের আটকে দিল রেল পুলিশ। কাঁথি থেকে ৬ মে রেল লাইনের উপর হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করে ছিলেন ভিন জেলার ৯ জন নির্মাণ শ্রমিক । কিন্তু,কাঁথি রেল স্টেশনের উপর দিয়ে যাওয়া দেখে রেল পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসা করতেই জানা যায়, দিঘা থেকে তাঁরা বীরভূমের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই রেল পুলিশ তাঁদের আটকে কাঁথি থানায় খবর দেয় দেয়। কাঁথি থানার পুলিশ এসে তাদের নিয়ে যায় কাঁথি থানা তে। শ্রমিকদের পরিচয় নথিভুক্ত করেন কাঁথি থানার পুলিশ কর্মীরা। ফের তাঁদের পাঠিয়ে দেওয়া হয় কর্মস্থানে।
বীরভূমের ওই ৯ জন শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার দিঘা তে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। কিন্তু, লকডাউনের কারণে তাদের কাজ বন্ধ হয়ে গেছে। রোজগার নেই। কন্টাকটার ও তাদের দেনা-পাওনা দিয়ে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন। এর ফলে আধপেটা খেয়ে দিন কাটাচ্ছিলেন। ভেবে ছিলেন, দ্বিতীয় দফার লকডাউন উঠলে প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরবেন। কিন্তু, লকডাউনের মেয়াদ আরও দু’সপ্তাহ বেড়ে যাওয়ায় তাই পায়ে হেঁটে দীঘা থেকে রওনা দিয়ে ছিলেন রেললাইন ধরে। কিন্তু থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে কাঁথি স্টেশনের কাছে এসেই রেল পুলিশের হাতে ধরা দিলেন। সেই সময় কাঁথি স্টেশনে কাছে তাঁদের আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা।