একমাস পেরোতে না পেরোতেই ফের মদের দোকানে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর থানার রানীগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে সাতকেন্দুরি মোড়ের কাছে একটি মদের দোকানে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি এই দোকানে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। দুবরাজপুর থানার পুলিস সিসি টিভির ফুটেজ দেখে কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কিন্তু ফের একমাস পেরোতে না পেরোতেই এই দোকানে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। দোকানের মালিক রঞ্জিত সিং জানান, দোকানের টিনের ছাউনি কেটে প্রায় ১২০ কার্টূন বিদেশী মদ লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। যাঁর বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পাশাপাশি সিসি টিভি ক্যামেরা, কম্পিউটার, হার্ডডিস্কও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি আরও জানান, এরকম ভাবে জাতীয় সড়কে বার বার এই ঘটনা ঘটলে কী করে ব্যবসা করব। তিনি দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।