করোনা জেরে রাজ্যে জুড়ে লকডাউন চলছে। বি আর সিং হাসপাতালের সূত্রের খবর করোনা সংক্রমণে আক্রান্ত হলেন ১ চিকিৎসক। ওই চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগে কাজ করতেন বলে জানা গিয়েছে। এরপর ওই চিকিৎসকের শরীরে করোনার লক্ষন দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তারপর থেকেই হাসপাতালের বাকি চিকিৎসক, নার্স ও কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়াও বি আর সিং হাসপাতালের সূত্রে খবর, ওই চিকিৎসক কে বাইপাসে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, আরজিকর হাসপাতালের এক চিকিৎসক করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। এরপর ওই চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার পর দেখা গিয়েছে তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। এরপরই জানা যায়, সেই ডাক্তারের সরাসরি সংস্পর্শে এসেছিলেন আরজিকর হাসপাতালের আরও ৯ জন চিকিৎসক। তাদেরও রাজারহাট কোয়ারান্টিনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।