January 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিয়ের ফুল ফুটতে চলেছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের নতুন ঘরবাঁধার স্বপ্নে বিভোর জাতীয় ক্রিকেটার লিটন কুমার দাস

বিয়ের ফুল ফুটতে চলেছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের নতুন ঘরবাঁধার স্বপ্নে বিভোর জাতীয় ক্রিকেটার লিটন কুমার দাস। শ্রীলংকা সফরে আগ্রহী নন এই ক্রিকেটার। তাই বিয়ের ছুটি চেয়ে বিসিবিতে আবেদন করেছেন তিনি।
আশীর্বাদ করেই বিশ্বকাপে উড়াল দিয়েছিল লিটন। এবার উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের বিয়ের দিন ঠিক হয়েছে ২৮ জুলাই। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে দিয়ে গেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।