আজ ৫ জুলাই মুক্তি পেতে চলেছে বিয়ের পর শ্রাবন্তীর প্রথম ছবি ভূতচক্র প্রাইভেট লিমিটেড। এ ছবিতে নায়িকার চরিত্রের নাম রঞ্জা।
চিত্রনাট্য অনুযায়ী, রঞ্জার পুরনো বাড়িতে একটি যন্ত্রের সাহায্যে ভূতেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মধ্যে ভালো ভূত যেমন রয়েছে, তালিকায় রয়েছে খারাপ ভূতও।
হরনাথ চক্রবর্তী পরিচালিত এ ছবিটি হরর কমেডি ঘরানার। শ্রাবন্তীর সঙ্গে এ ছবিতে সোহম, বনি, গৌরব চক্রবর্তী, ঋত্বিকার মতো শিল্পীরা অভিনয় করেছেন। ছবিটির সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী শ্রাবন্তী