October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিয়ের দিনক্ষন ঠিক হওয়ার পর নিরুদ্দেশ, পাত্রের বাবা এবং পাত্রীর মা

পাএ ও পাএী উভয় পক্ষের বাড়ি থেকেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এরপর ঘটল এক আশ্চর্য্য ঘটনা। বেয়াইয়ের সঙ্গে বেয়াইনের প্রেম। ঘটনাটি ঘটেছে, গুজরাতের সুরাতে। জানা যায়, বেশ কয়েক দিন ধরেই দেখাশোনা-কথাবার্তা চলছিল। ঠিক হয়ে গিয়েছিল বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আগামী মাসের তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। দুটি পরিবারের মধ্যে নতুন সম্পর্ক তৈরির আনন্দ-উচ্ছ্বাস একটু বেশিই ছিল। এরপর হঠাৎই গত শুক্রবার রাত থেকে নিরুদ্দেশ হয়ে যায় পাত্রের বাবা এবং পাত্রীর মা। এই ঘটনায় বিয়ে বাড়ির আনন্দে নেমে আসে বেশ কিছুটা ভাটা। তবে ঘটনায় অস্বস্তিতে দুই পরিবার। সূএের খবর, দুজন দুজনের পূর্বপরিচিত। অর্থাৎ তারা দুজনেই বহুদিন আগে নাকি প্রেমিক-প্রেমিকা ছিলেন। আবার দীর্ঘ কয়েক বছর পর ছেলেমেয়ের বিয়ে উপলক্ষে ফের দেখা হয় তাদের। এরপরই খোঁজ মিলছে না তাদের। দুই পরিবারের তরফ থেকেই পুলিসের কাছে নিখোঁজ ডায়েরি করেছে।