নৃত্য ও যন্ত্রসংগীতে বাংলা বিশ্বের দরবারে সমাদৃত । মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে শিল্প , সংগীত , নৃত্য সহ একাধিক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে শিল্পি ভাতা থেকে শুরু করে একধিক পদক্ষেপ নিয়েছেন ।
আর সেইমত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী , তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর , বাঁকুড়া এবং বিষ্ণুপুর মহাকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগীতায় বিষ্ণুপুরের কৃত্তিবাস মুখার্জী উচ্চ বিদ্যায়ে তিনদিন ব্যাপি জেলা স্তরে সংগীত , নৃত্য ও যন্ত্রসংগীতের কর্মশালার আয়োজন করা হল । প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিষ্ণুপুর মহাকুমা শাসক মানস মণ্ডল । মূলত এই কর্মশালায় লঘু শাস্ত্রীয় সংগীত নিয়ে আলোচনা করা হবে ।
নীজের শহরে এত বড়ো মাপের একটা অনুষ্ঠান হওয়াতে খুশির হাওয়া সংগীত প্রেমী মানুষ গুলোর মধ্যে ।