
জলপাইগুড়ি ঃ- বিলাশ বহুল গাড়ি থেকে প্রচুর গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম তাপস ঘোষ। বাড়ি নদীয়া জেলার নগদ্বীপে। ধৃতকে জেরা শুরু করল পুলিশ।
সোমবার গোপন সুত্রে খবর পেয়ে
জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ বাহিনী গোশালা মোড়ের জাতীয় সড়কে ওক পেতে বসেছিলেন। তিস্তা সেতু থেকে বিশাল বহুল গাড়িটি আসতেই পুলিশ গাড়িটি আটক করে। এরপর তল্লাশি চালাতেই গাড়ির গোপন জায়গায় লুকিয়ে রাখা একাধিক গাজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা পুলিশ জানতে পারে অসম থেকে কোচবিহার হয়ে ফারাক্কায় নিয়ে যাওয়া হচ্ছিল গাজা।
তবে শুধু গাড়িটি পৌঁছে দেওয়ার কথা ছিল পাচারকারীর। ধৃতকে জেরা করে এই গাজার পাচারের সঙ্গে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
More Stories
চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন