কোচবিহার : কোচবিহার শহরের 3 নাম্বার ওয়ার্ড এর বিভিন্ন সমস্যা নিয়ে পথ অবরোধ করলেন এলাকা বাসি ।
তাদের দাবি অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাচ্ছে এবং পানিয় জল এর কোনো ব্যবস্থা নেই রাস্তার বেহাল দশা।এই নিয়েই আজ পথ অবরোধ করেন তারা ।অবশেষে এসডিও এর আশ্বাস পেলে এলাকা বাসীরা পথ অবরোধ তুলে নেয় এবং বলে আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে তারা আবার এই পথ অবরোধ করতে বাধ্য হবে ।