নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বিবাহ বহির্ভূত ঘটনার জেরে স্বামীকে খুন, আটক স্ত্রী, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ফতেপুর গ্রামে, মৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ, বয়স আনুমানিক ৩৪ বছর, পরিবার সূত্রে জানা যায় ১৮ বছর আগে নন্দকুমার থানার ধান্য নগর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের সাথে ফতেপুর গ্রামের বাসিন্দা আসমা বিবি বিয়ে হয়, জানা গেছে বিয়ের দুই বছর পর শ্যাম সুন্দরপুর গ্রামের বাসিন্দা দুলাল আলীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আসমা বিবি, পরে এই ঘটনা জানাজানি হওয়ায় সালিশি সভায় গ্রামে,সম্মানহানি হয় দুলাল আলীর, পরিবার-পরিজনদের অভিযোগ এরপর এই হুমকি দেয়া হয় নূর মোহাম্মদকে, জানা গেছে 8 দিন আগেই নিখোঁজ হয় স্বামী নূর মোহাম্মদ, এরপর পরিবারের তরফ থেকে নন্দকুমার থানায় একটি মিসিং ডায়েরি করা হয়,এরপরেই পরিবারের অভিযোগ সন্দেহ হয় আসমা বিবি কে, এরপর পরিবারের চাপে অবশেষে মুখ খুলল আসমা বিবি, এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহবশত আসমা বিবি কে আটক করে নন্দকুমার থানার পুলিশ, জেরা করে জানতে পারে খুন করে শ্বশুর বাড়ির আশেপাশে পুঁতে দেয়া হয় নূর মোহাম্মদকে, আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোর গোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। তবে কিভাবে মারা হলো নূর মোহাম্মদকে তা নিয়ে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।