
নেই বিদ্যুৎ। টেলিফোন পরিষেবা। ধসে অবরুদ্ধ চলাচলের রাস্তা। বিধ্বস্ত ঘরবাড়ি, সেতু। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেন, চাটেনে এই ছবি দেখা যাচ্ছে। সিকিম সরকার সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে। উত্তর সিকিমকে ‘বিপর্যয় কবলিত’ এলাকা ঘোষণা করা হয়েছে। হড়পা বান ও ভূমিধসজনিত কারণে উদ্ভুত ওই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এখনও নিখোঁজ ছয় সেনা। আটকে থাকা পর্যটক ও সেনার পরিবারের সদস্যদের উদ্ধার করে এদিন হেলিকপ্টারে নামিয়ে আনা হয়েছে। আরও ভারী বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। নতুন করে আরও একাধিক জায়গায় ভূমিধস নেমেছে বলে খবর। তিস্তায় লাল সতর্কতা জারি রয়েছে। এদিনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে খরস্রোতা তিস্তা।
মঙ্গলবার সকালে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যদের নিয়ে বাগডোগরা বায়ুসেনা ছাউনি থেকে দুটি হেলিকপ্টার সিকিমের পকিয়ং বিমানবন্দরে নামে। প্রাথমিকভাবে ডিজাস্টার রেস্পন্স ফোর্সের সদস্যরা বিধ্বস্ত চাটেন সেনা ছাউনি থেকে নিখোঁজ ছয় সেনার খোঁজে তল্লাশি অভিযান চালাবে। পাশাপাশি চাটেন থেকে লাচেনে হেঁটে যাতায়াতের পথ বের করবে। এদিন ভূমিধসে বিধ্বস্ত চাটেন থেকে ৩৪ জনকে উদ্ধার করে পাকিয়ং বিমানবন্দরে নামানো হয়।
More Stories
কলকাতা মেট্রোর ব্লু লাইন-এপরিবর্তন আসছে
চলতি মাসে পরপর তিনদিন ভোরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা