নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– বিজেপি নেতা আনিসুর রহমানকে নতুন করে মিথ্যা মামলায় গ্ৰেপ্তার করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের তমলুক থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি, নতুন করে মিথ্যা মামলা দিয়ে আনিসুর রহমানকে জেলা হেফাজতে নেওয়া যাবে না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়ক, সহ-সভাপতি জাগরণ অধিকারী সহ অন্যান্য দলীয় কর্মীরা।