May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর সহ ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর সহ ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক এগারোটা টা নাগাদ নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত বনমালী পাড়া এলাকায়। অভিযোগ, এই দিন রাতে স্থানীয় তৃণমূল পরিচালিত একটি ক্লাবের কয়েকজন তৃণমূল কর্মী আচমকা হামলা চালায় বনমালী পাড়ার বাসিন্দা বিজেপি কর্মী লিটন বালার বাড়িতে।সেই সময় লিটন বাবু রাতের খাবার খেতে বসেছিলেন। সেই অবস্থাতেই তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধোর করে তৃণমূল কর্মীরা বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। এমনকি তাকে বাঁচাতে গেলে লিটন বাবুর বয়স্ক বাবা, মা সহ স্ত্রী ও শিশু পুত্র কেও মারধর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁকে বিজেপি ছেড়ে তৃণমূল দল করার জন্য হুমকি দিয়ে আসছিল ওই এলাকার তৃণমূল পরিচালিত ক্লাব সদস্যরা। তাদের কথায় গুরুত্ব না দিয়ে লিটন বাবু বিজেপিকে সমর্থন করার অভিযোগেই এই দিন রাতে পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলেও দাবি আক্রান্ত লিটন বাবুর পরিবারের। এরপর শুক্রবার সম্পূর্ণ ঘটনাটির বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আক্রান্ত লিটন বালার পরিবারের সদস্যরা।