May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের সবংয়ে গতকাল রাতে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে দীপক মন্ডল নামে বিজেপির ঐ কার্যকর্তার মৃতদেহ সবংয়ের দুবরাজপুর করণপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত বিজেপি কার্যকর্তা দীপকে বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না এলাকায়, জানা গিয়েছে সে গতকাল ময়না থেকে সবংয়ে ফুটবল খেলা দেখতে এসে ছিল। অভিযোগ, এই সময়ের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে বোমাবাজি করে হত্যা করেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা প্রসাদ অধিকারী এবং লালু ভূঁইয়া এই খুনের মূল অভিযুক্ত বলে বিজেপির অভিযোগ। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে গিয়েছে, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি মহিলা নেত্রী অন্তরা ভট্টাচার্যের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ঘটনা ঘটিয়েছে, অন্য দিকে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েকের মুখে একই শুর উঠে এলো এই দিন। অন্য দিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।