নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বিজেপি করার অপরাধে রাতের অন্ধকারে পুলিশ বাড়ি ভাঙ্গচুর করে তুলে নিয়ে গেল একজনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের গোপালপুর গ্রামে। অভিযোগ গ্রামের দুই ভাই নন্দ দুলার প্রামানিক ও দেব দুলাদ প্রামানিক কট্টের বিজেপি হিসাবে পরিচিত। তৃনমুল থেকে বলা সত্তেও তার বিজেপি ছাড়েনি। পরিবারের অভিযোগ তার ফলে তৃনমুলের নেতা কর্মীরা দাঁড়িয়ে থেকে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে দরজা ভেঙ্গে বাড়ি তছনচ করে তুলে নিয়ে যায় দেবদুলাল প্রমানিকে। এই ঘটনাকে কেন্দ্র করে সুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। স্থানীয় বিজেপি নেতা শংকর প্রসাদ ভঞ এর অভিযোগ এলাকায় তৃনমুলের পায়ের তলায় মাটি না থাকায়, পুলিশ ও তৃনমুল মিলিত ভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করছে। তবে তৃনমুল এই বিষয়ে তৃনমূলের স্বাস্থ্য কর্মদক্ষ পীযূষ পন্ডা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন বিজেপির গোষ্ঠীকোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। তৃণমূল এই ধরনের রাজনীতি করে না।