নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা সাধারণ মানুষের জন্য চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দিতে গেছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন অভিযোগ এই কর্মসূচি নিয়ে যখন পানিশালা গ্রাম পঞ্চায়েতের কালির ঘাট এলাকায় বাজারে এসে পৌঁছায় ঠিক তখন ই তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ করেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন।
তারপরই সেখানে একে একে বিজেপি কর্মীরা জমায়েত শুরু করে এবং তাদের কার্যক্রম সেখানে চালিয়ে তারপর তারা আসে।
সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন আরো বলেন সারা রাজ্যে জুড়ে চলছে তৃণমূল এর দ্বিচারিতা তাই আমরা এসডিও সাহেব কে জানবো এই বিষয় টা ।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের নেতা জলিল আহমেদ বলেন সারা বিশ্বজুড়ে চলছে এই মহামারী তারপর চীন পরিকল্পিতভাবে হামলা করছে ভারতকে আর এই মুহূর্তে বিজেপি নিজেদের মতো করে রাজনীতি করে যাচ্ছে। এই মুহূর্তে রাজনীতি ভুলে দেশকে নিয়ে ভাবা উচিত । আর বোমা তৃণমূল কংগ্রেস মারেনি বিজেপিতে কিছু করবি মেরে তৃণমূল কংগ্রেসের দিকে মিথ্যা বদনাম দিচ্ছে প্রচারে আসার জন্য।