শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আসন্ন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক প্রচার। শাসক হোক বা বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে প্রচার কর্মসূচিতে। সেইমতো পিছিয়ে নেই বিজেপিও।
তাই এদিন এইবার ২০০ পার এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারের লক্ষ্যে বাইক মিছিলের আয়োজন করল বিজেপি। বুধবার কেশিয়াড়ী বিধানসভা কেন্দ্রের যুব ও মহিলা মোর্চার উদ্যোগে বাইক মিছিলের আয়োজন করা হয়।
বাইক মিছিলটি কেশিয়াড়ী জগন্নাথ মন্দিরের কাছ থেকে শুরু হয়ে ভসরা হয়ে খাজরা এবং সেখান থেকে কেশিয়াড়ীতে এসে শেষ হয়। এদিনের এই বাইক রেলিতে প্রায় হাজার খানেক বাইক অংশগ্রহন করে।
উপস্থিত ছিলেন কেশিয়াড়ী দুই মন্ডলের সভাপতি সনাতন দোলাই,যুবজিত পালোই, সহ ব্লকের অন্যানো নেতৃত্বরা।