December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়তি লক ডাউনে হটস্পট চিহ্নিত রাজ্যে, বিশেষ নজর- বললেন মমতা

দেশের পরিস্থিতির দিকে তাকিয়ে লক ডাউন আরো ২ সপ্তাহ কার্যকর করার নির্দেশিকা জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিভিন্ন রাজ্যের যেসব এলাকায় সংক্রমণের পরিমান সবথেকে বেশি, সেইসব জায়গাগুলিকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হচ্ছে।

পশ্চিম বঙ্গের যে সব এলাকাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল কলকাতার আলিপুর, পণ্ডিতিয়া রোড, মুদিয়ালি, ভবানীপুর, বড়বাজার, নয়াবাদ, হাওড়ার শিবপুর, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, পূর্ব মেদিনীপুরের এগরা, হলদিয়া এবং দারজিলিং এর কালিম্পং। সাধারণ লকডাউনের থেকে এই সব জায়গার সম্পূর্ণ লকডাউন আরও কঠিন হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা।

কিন্তু এই পরিস্থিতিতেও আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কোনও হটস্পট নেই বোলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। যে এলাকায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, সেই এলাকার বিশেষ ভাবে যত্ন নেওয়া হচ্ছে। সংবেদনশীল এলাকায় জীবাণুমুক্ত করার কাজ চলবে। ভবিষ্যতের কথা ভেবেই ম্যাপিং করা হচ্ছে। আর কিছু নয়। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন