করোনা মোকাবেলায় ব স্বেচ্ছাসেবী সংগঠন উৎসাহ’র উদ্যোগে বালুরঘাটের বিভিন্ন এলাকায় খোলা হল মাস্ক এটিএম। বালুরঘাট শহরে বাস স্ট্যান্ড, থানা মোড়, তহ বাজারসহ বিভিন্ন এলাকায় খোলা হয়েছে এই মাস্ক এটিএম। রাখা হয়েছে একটি ব্যাক্স। সেখান থেকে পথ চলতি সাধারণ মানুষেরা বিনামূল্যে মাস্ক নিতে পারবে। শহরে এই প্রথম মাস্ক এটিএম চালু হওয়া খুসি সাধারণ পথচলতি মানুষেরা। সংগঠনের সম্পাদক সরোজ কুন্ডু বলেন, অনেকে বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরতে ভূলে যায়। এই সময় মানুষকে যেমন সচেতন হতে হবে তেমনি সতর্ক থাকতে হবে। সেই দিক নজর দিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামীতে শহরে আরো কয়েকটি মাস্ক এটিএম চালুর উদ্যোগ নেওয়া হবে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী