May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বালুরঘাটের আখিড়াপাড়া, বেলাইন গ্রামে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখল পুলিশ প্রশাসন

বালুরঘাট ব্লকের আখিড়াপাড়া ও বেলাইন গ্রামে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখল পুলিশ প্রশাসন। উত্তরবঙ্গ সহ দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিতে কারণে আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় বিপদসীমা ছুইছুই। এমত অবস্থায় আত্রেয়ীর খাড়ি দিয়ে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের আখিড়াপাড়া ও বেলাইন গ্রামে ঢুকেছে জল। বেলাইন গ্রামের প্রায় ১০০ টি বাড়িতে জল ঢুকে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার আখিড়াপাড়া ও বেলাইনে এই বন্যা দুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখতে নৌকা করে প্রদর্শনে বের হন মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ পুলিশ আধিকারিকরা।
এদিন জল পথে বেলাইন গ্রামে পৌঁছে দুর্গতদের হাতে ত্রান সামগ্রী তুলে দেয় পুলিশ প্রশাসন। এলাকার প্রায় 75 টি পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রবিবার রাতেও প্রশাসনের তরফে বেলাইন এলাকার বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। কিছু দুর্গতদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও যেসকল বন্যাদুর্গত রয়েছেন তাদের হাতে আজ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো পুলিশ প্রশাসনের তরফে।