September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বালুট বোমা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সিদ্ধার্থ মন্ডল কে

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- ৫ জানুয়ারী ২০২০ তারিখে মানিকচকের কাকরিবাধা এলাকায় বাটুল বোমা বিস্ফোরণ হয়েছিল সেই ঘটনার দুই জন আহত হয়। শুরু হয় তদন্ত আটক করাহয়েছিল দুই জনকে। এবার বালুট বোমা কান্ডে তৃতীয় মালদহের ভুতনি থানার হর্চনপুর গ্রামের বাসিন্দা সিদ্ধার্থ মন্ডল(২৪) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এবিষয়ে তার মা জানিয়েছেন, তারা কৃষি কাজ করে দিন গুজরান। কী কারণে তার ছেলেকে ফোন করে ডাকা হয়। তিনি বলতে পারছেন না কি কারনে ডাকা হয়েছে। তিনি বলেন, তাদের একমাত্র সন্তান সিদ্ধার্থ।

তার বাবা মানিক মণ্ডল জানিয়েছেন,সিদ্ধার্থর বিয়ে হয়েছে এবং তার একটি ছেলে রয়েছে। সে যখন নবম শ্রেণিতে পড়াশোনা করত তখন ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে।

তিনি আরও বলেন, বুধবার তাকে ফোন করে ডাকা হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেছেন এনআইএ-র অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা নিয়ে গিয়েছে।
তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তারা বলতে পারছেন না। তাদের সন্দেহ কাকরিবাধা বাটুল বোমা কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেফতার করেছে হয়ত এনআইএ। যদিও মুখে কুলুপ এঁটেছে প্রশাসনিক কার্যালয়।