September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাম-কংগ্রেসের দফায় দফায় বিক্ষোভ

রবিবার সকালে অমিত শাহ শহরে পা রাখামাত্রই বিক্ষোভ শুরু বাম-কংগ্রেসের। বিমানবন্দর, পার্ক সার্কাস, সন্তোষপুর-সহ একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলে দুই দলের নেতানেত্রী দলের। সূত্রের খবর, এদিন সকালে বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে ‘গো ব্যাক অমিত শাহ’শ্লোগান ও পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই দুই দলের নেতাকর্মীরা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল কালো পতাকা, কালো বেলুন। অন্যদিকে, সন্তোষপুর, পার্ক সার্কাসেও ‘গো ব্যাক অমিত শাহ’ পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে বামেরা। বিক্ষোভকারীরা বলেন,”বিজেপির সঙ্গে সেটিং করেছে তৃণমূল। তাই অনায়াসেই সভার অনুমতি পেয়ে গিয়েছেন অমিত শাহ। সে কারণেই বিক্ষোভ প্রদর্শন।” অবিলম্বে অমিত শাহের পদত্যাগও দাবি করেন তাঁরা। জানা গিয়েছে, এদিন শহরে ১০০টি জায়গা ছোট ছোট দলে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে বাম-কংগ্রেসের। তাই শহরে অশান্তির ঝড় যাতে না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে আঁটোসাটো নিরাপত্তা। উল্লেখ্য, রবিবার শহরে দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শহিদ মিনারের সভা থেকে বক্তিতা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।