September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বামনগোলা ব্লকের বিভিন্ন দল ছেড়ে ৫০ জন কর্মী যোগদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে

মালদাঃ- বামনগোলা ব্লকের বিভিন্ন দল ছেড়ে এদিন ৫০ জন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যোগদান করে। জানা যায় আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর বামনগোলা নগর শাখার মদনাবতি অঞ্চলে প্রায় ৫০জন কর্মী ভারতীয় জনতা পার্টি ছাএ সংগঠনের এবিভিপি তে যোগদান করে। জানা যায় বিভিন্ন দল ছেড়ে ৫০জন ছাত্র এবিভিপি পতাকা হাতে নিয়ে যোগদান করেন। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জেলা সহ প্রমুখ সৌভিক রায় বিভিন্ন দল থেকে আসা ছাত্রদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এ যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলার এবিভিপি জেলা সহ প্রমুখ সৌভিক রায়, জেলা সহ সংযোজক সমর বিশ্বাস,বামনগোলা নগর প্রমুখ বরুন মন্ডল,। এ বিষয়ে জেলা সহ প্রমুখ সৌভিক রায় বলেন বিভিন্ন দল ছেড়ে ৫০ জন ছাত্র এবিভিপি তে যোগদান করে পরবর্তীতে আরো কর্মী যোগদান করবেন বলে আশা করেন তিনি।