মালদাঃ- অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বামনগোলা নগর শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস পালন করা হলো বামনগোলার নালাগোলায়। উল্লেখ্য গত দু’বছর আগে এই দিনে ইসলামপুরের দাড়িভিট স্কুলে দুই ছাত্র রাজেশ ও তাপস পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন মাতৃভাষার শিক্ষক নিয়োগের দাবীতে, তাই এদিন তাদের মৃত্যুর স্মরণে এই দিনটিতে বামনগোলার নগর শাখার মদনাবতি ইউনিটের পক্ষ থেকে নালাগোলা এলাকায় রেলি করে শেষে বিবেকানন্দ মোরে এসে শহীদ রাজেশ ও তাপসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এবিভিপি পক্ষ থেকে। তারি পাশাপাশি চাঁদপুর অঞ্চলের নন্দিতাদহ গ্রামে এবিভিপি পক্ষ থেকে রাজেশ তাপস শ্রদ্ধা জানানো হয় এবিভিপি পক্ষ থেকে। এদিন এখানে উপস্থিত ছিলেন এবিভিপি মালদা জেলা সহ প্রমুখ সৌভিক রায়, বামন গোলার নগর প্রমুখ বরুন মন্ডল সহ বিভিন্ন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।।