সিঁদুরে মেঘ দেখে যেখানে হাইকোর্টের ভয়ে গোটা বাংলার বাড়ির পুজো থেকে শুরু করে বারোয়ারি পুজো বন্ধ করে দিল সিঁদুর খেলা ।সেখানে হায়দ্রাবাদের বাঙালিদের পুজোয় ঠিক উল্টো ছবি। হাইকোর্টের রায় সেখানে কার্যকরী নয়। বাধাহীনভাবে সিঁদুর খেলায় মাতলেন তারা। হায়দ্রাবাদের বাঙালি স্বর্ণশিল্পী ব্যবসায়ীদের দুর্গাপূজায় ধরা পরল বাধাহীন সিঁদুর খেলার ছবি |