নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বাড়ির পাশ থেকে এক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অর্জুনি এলাকায়, স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম ভগবান চন্দ্র দাস, বয়স আনুমানিক ৪৪ বছর, স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির অদূরে এক গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশকে, ঘটনা স্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়, পরিবারের অভিযোগ মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে, যদিও এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি রামনগর থানায়, অন্য দিকে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।