July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ছে সাইবার ক্রাইম ! চুরি করা হচ্ছে গ্রাহকদের সমস্ত তথ্য

লকডাউনে সাইবার ক্রাইম বেড়েছে 25 শতাংশ বলে পুলিশ সূত্রে খবর| একদিকে মাথা চাড়া দিয়ে উঠেছে জামতারা গ্যাং অন্যদিকে নাইজিরিয়ান ও চীনা অপরাধীদের বাড়বাড়ন্তের শিকার হয়েছে ইতিমধ্যেই বহু মানুষ| কখনও লটারীর প্রলোভন দেখিয়ে কখনও বা লোভনীয় খাবারের অফার দিয়ে ফেক লিঙ্ক পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে| লিঙ্কে ক্লিক করলেই হ্যাকাররা হ্যাক করছে মোবাইল বা কম্পিউটার| চুরি করা হচ্ছে গ্রাহকের সমস্ত তথ্য| চোখের নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক একাউন্ট| বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহারের ফলে সহজেই গ্রাহকের টাকা লোপাট করতে পারছে জালিয়াত চক্র| এই সমস্ত ফেক লিঙ্ক থেকে সাধারণ মানুষকে সচেতন করছে “মার্গ দর্শক”| কলকাতা একটি নামী সাইবার সংস্থা তৈরি করেছে মার্গ দর্শক| ওই সংস্থার সাইটে গেলে পাওয়া যাবে মার্গ দর্শক নামে একটি অপশন| সেখানে ক্লিক করলেই পাওয়া যাবে একটি বক্স| জালিয়াতদের পাঠানো লিঙ্কটি সেখানে দিলেই সহজেই জানা যাবে সেই লিঙ্কের সত্যতা| ফেক লিঙ্ক হলে তাও জানিয়ে দেবে মার্গ দর্শক|

মার্গ দর্শকের মাধ্যমে জালিয়াত চক্রের থেকে বাঁচতে পারবে সাধারণ মানুষ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল|