July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাইক ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি মালদা: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় আজ সকাল১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর বারদুয়ারী রাজ্য সড়কে ট্রাক্টর ও বাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাইক চালক। নাম কামাল হোসেন(২৪) বাড়ি হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের তেল চান্না এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান মোটরবাইকটি বারদুয়ারী দিক থেকে হরিশ্চন্দ্রপুর আসছিল। অন্যদিকে ট্রাক্টরটি বেপরোয়া গতিতে হরিশ্চন্দ্রপুর থেকে বারদুয়ারি অভিমুখে যাচ্ছিল। বারদুয়ারী মার্কেট সংলগ্ন এলাকায টার্নিং এরাস্তা খারাপ থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে আসতে থাকা ট্রাক্টর এর সঙ্গে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। এরপর ট্রাক্টরটি ওই বাইক চালকের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই ট্রাক্টর চালককে গ্রেপ্তার করে।
এদিন ঘটনার জেরে বারদুয়ারী মার্কেট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানা মোড় থেকে বারদুয়ারী ব্লক অফিস পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। বারবার অভিযোগ জানিয়েও রাস্তা সংস্কার হচ্ছে না। রাস্তার উপর দিয়ে প্রচুর ছাত্র-ছাত্রী ব্যবসায়ী চাকরিজীবী যাওয়া আসা করেন।নিত্যদিন রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা লেগেই রয়েছে। হচ্ছে প্রাণহানিও কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।
এ প্রসঙ্গে প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি শেখ খলিল জানান এই রাস্তাটা পি ডাবলু ডির অধীনে। দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙেচুরে বেহাল হয়ে আছে। রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত। কোথায় কোথায় পিচের চাদর উঠে গিয়ে বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বদ্ধ বাড়ি মার্কেট সংলগ্ন এলাকায় সব সময় জনবহুল থাকে।আমরা রাস্তায় চালানোর জন্য বহুবার আবেদন নিবেদন করেছি পি ডাবলু ডি কাছে। কিন্তু কোন কাজ হয়নি। আজ রাস্তাএরকম বেহাল হওয়ার কারণে একজনের প্রাণ চলে গেল।
স্থানীয় তৃণমূল নেতা জম্মু রহমান জানান যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই বারদুয়ারী মার্কেট সংলগ্ন এলাকায় রাস্তার দু’ধারে হাট বসে। ফলে হাটের দিনে যানচলাচল এমনিতেই অসুবিধা হয়। আমি স্থানীয় প্রশাসনকে বলেছি যান চলাচল থেকে শুরু করে রাস্তায় ভীর নিয়ন্ত্রণে নজরদারি চালায় প্রশাসন।