May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা চারটি শাড়ি এবং ১০ কেজি মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এবারই অবশ্য প্রথম নয়, প্রায় প্রতি বছরই মমতাকে পুজোর উপহার পাঠান হাসিনা। এ বছরও তার অন্যথা হল না। চারটি শাড়ি ও বাংলাদেশের গোপালগঞ্জের বিশেষ ধরনের ১০ কেজি মিষ্টি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে, সরাসরি নয়, ইতিমধ্যে সেই উপহার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের দফতরে পৌঁছে গিয়েছে। আর এরপরই ডেপুটি হাইকমিশনার মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের কাছে চিঠি লিখে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর উপহার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।’ জানা গিয়েছে, এদিনই মুখ্যমন্ত্রীর কাছে সেই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

মমতাও হাসিনাকে নানা সময়ে উপহার পাঠান।