বহু প্রতীক্ষিত লকডাউন নিয়ে বিশেষ ঘোষণা করেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন টানা সার্বিক লকডাউনের পথে হাঁটবে না রাজ্য। সংক্রমণ ঠেকাতে আপাতত সপ্তাহে দুই দিন করেই লকডাউন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে এই সপ্তাহে আর কোনও লকডাউন হচ্ছে না। পরের লকডাউন হবে ২ ও ৫ আগস্ট। তারপরের সপ্তাহ হবে পর পর দুইদিন করে লকডাউন চলবে। সেই হিসাবে ৮ ও ৯ আগস্ট, তারপর ১৬ ও ১৭ আগস্ট, ২২ ও ২৩ আগস্ট এবং ২৯ ও ৩০ আগস্ট হবে এই লকডাউন। করোনার সংক্রমণের অপ্রতিরোধ্যতা আটকাতে সপ্তাহে দু’দিন করে লকডাউন কার্যকর করার কথা আগেই ঘোষণা করে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে। ইতিমধ্যে এই সপ্তাহে বুধবার লকডাউন রয়েছে। ইদ থাকায় শনিবার লকডাউন হচ্ছে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, ১ আগস্ট ইদ ও ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। তাই ওই ২ দিন কোনো লকডাউন ঘোষণা করা হয়নি। এদিকে, লকডাউনের মেয়াদ বাড়ালেও সরকারি অফিসের জন্য নিয়মের কোনও পরিবর্তন আনা হচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী৷ তবে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, শনিবার ও বরিবার লকডাউন করার উপরেই আমরা জোড় দিয়েছি৷ কারণ, এই দু’দিন বেশিরভাগ মানুষেরই ছুটি থাকে৷ মানুষের কাজে কর্মে সমস্যা তৈরি হবে না৷ অর্থনীতির উপরও ততটা আঘাত আসবে না৷