April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

মালদা, ২৭ জুলাই, বসত ভিটা থেকে জোর করে উচ্ছেদ করার জন্য নিজের সম্বন্ধিকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল বোন জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সাট্টারির মোবারকপুর গ্রামে। আহত ব্যক্তির নাম সনাতন মণ্ডল (৪৮)। অভিযুক্তরা হলেন তার বোনজামাই বিশু মণ্ডল ও তার দলবল। জানা গেছে, মোবারকপুরে ১৯ কাঠা বসত ভিটে রয়েছে সনাতনের। সেই জায়গা জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে দীনেশ মণ্ডল বাপী মন্ডল চিত্ত মন্ডল সহো ৮ জন জমি মাফিয়ার বিরুদ্ধে। নিজের জমি ফেরত পেতে আদালতে মামলা করেন সনাতন। সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিল দীনেশ। তবে সনাতন মামলা প্রত্যাহার না করায়, তার বোন জামাই বিশু মণ্ডলকে দিয়ে দীনেশ হামলার পরিকল্পনা করে বলে অভিযোগ। এরপরই বিশু মন্ডল ও তার ভাই ধরঞ্জয় মন্ডল সনাতনের ওপর হাঁসুয়া নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় সনাতন মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।