October 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বলিউডে আবার আত্মঘাতী আর এক অভিনেতা

বলিউডে আবার আত্মঘাতী আর এক অভিনেতা। ‘কহানি ঘর ঘর কি’ বা ‘কিউকি সাস ভি কভি বহু থি’ বা সমসাময়িক ধারাবাহিক ‘ইয়ে রিস্তা হ্যায় প্যার কে’-রঅভিনেতা সমীর শর্মা আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সি এই অভিনেতার দেহ তাঁরবাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতীহয়েছেন। যদিও তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারি থেকে সমীর যে অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছিলেন সেই অ্যাপার্টমেন্টের রক্ষী বুধবার রাতে টহল দিতে গিয়ে সমীরের মৃতদেহ দেখতে পান। তিনি আশপাশের লোকজনকে ঘটনার কথা জানান। খবর যায়পুলিশে। মুম্বইয়ের মালাড অঞ্চল থেকে পুলিশ এসে সমীরের দেহ নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,তিনি সম্ভবত দু’দিন আগেই মারা গিয়েছেন।