February 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বর্ষার শুরুতেই ভাঙনে আতঙ্ক ঘর ছাড়া কালিয়াচক-‌৩ নম্বর ব্লকের চকবাদুরপুর এলাকাযর বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ-কালিয়াচ ৩ ব্লকের সংশ্লিষ্ট পার চকবাহাদুরপুরে গঙ্গায় ভাঙন শুরু হতেই ভয়ে এলাকাবাসী বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে শুরু করেছে। বর্ষার শুরুতেই গঙ্গার ভাঙন, কালিয়াচক-‌৩ ব্লকের মানুষ একের পার এক বাড়ি গঙ্গায় তলিয়ে যাছে। সাধারণত জলস্ফীতির সঙ্গে গঙ্গার ভাঙন যেমন শুরু হয়, তেমনই জল কমার সময় বর্ষার শেষের দিকেও ভাঙন দেখা যায়। কিন্তু এবার শুরুতে এই অবস্থা দেখছে এলাকাবাসীদের আশঙ্কা এবার ব্যাপক ভাঙন হওয়ার সম্ভাবনা রয়েছে। দু’‌দিনের মধ্যে প্রায় ৩-৪ বিঘা জমি তলিয়ে গেছে গঙ্গায়। তিরবর্তী এলাকার বাসিন্দারা ঘর ছাড়তে শুরু করেছেন। মঙ্গলবার রাত থেকে আবার ভাঙন শুরু হয়েছে। কালিয়াচক-‌৩ ব্লকের পার চকবাহাদুরপুর এলাকায় শুরু হয়েছে ভাঙন। মূলত গঙ্গার পাড়ের জমিতে ভুট্টা চাষ হয়ে থাকে। চাষের জমি এখন গঙ্গাগর্ভে। এবার লোকালয়ের মধ্যে ভাঙন শুরু আশঙ্কা দেখা দিতে শুরু করেছে। এলাকার বাসিন্দারা বাড়িঘর ভাঙতে শুরু করেছেন। তাঁরা প্রায় ১ কিলোমিটার দূরে চকবাহাদুরপুরের দিকে যেতে শুরু করেছেন।গত কাল থেকে ব্যস্ত ঘরের সামগ্রী সরানোর কাজে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বছর তিনেক আগে বাড়ি গুলো তৈরি করা হয় । অনেকেই বলেন যেহারে ভাঙন শুরু হয়েছে,দেখে মনে হছে রাতেই মনে হয় আমাদের বাড়িটি গঙ্গায় তলিয়ে যেতে পারে। খুব কষ্ট হচ্ছে। নিজের ভিটেমাটি চলে যাচ্ছে গঙ্গায়। এখন তাদের চোখের সামনে দেখতে হচ্ছে। পার চকবাহাদুরপুরের পঞ্চায়েত সদস্য অর্জুন মন্ডল বলেন,‘‌বর্ষার শুরুতে ভাঙন আমরা এই প্রথম দেখছি। জলস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে ভাঙন হয়ে থাকে। কিন্তু এবার যেহারে শুরুতেই ভাঙন শুরু হয়েছে, তাতে এবার ব্যাপক ভাঙন হওযার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে এলাকায় পরিদর্শনে যান বিডিও গৌতম দত্ত। এলাকার মানুষদের সঙ্গে থাকা আশ্বাস দেওয়া হয়।