April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বর্ষার মরসুমে বাজারে অমিল ইলিশ, কখনো আবার চড়া দাম

কথায় আছে মাছে ভাতে বাঙালি | আর বর্ষার এই সময়টা একেবারে উপযুক্ত বাঙালির প্রিয় ইলিশ মাছের জন্য | তবে এবারে বর্ষার মরসুমে বাজারে অমিল ইলিশ মাছ| এই বছর ইলিশ চাষের অনুকূল আবহাওয়া থাকা সত্ত্বেও লকডাউনের কারণে ইলিশ আহোরণে যেতে পারেনি মৎসজীবিরা| ফলে বাজারে পাওয়া যাচ্ছে হিমঘরে রাখা মাছ| যে কারণে দেখা গেছে বর্ষার রুপোলি শস্যের দাম বেশ চড়া| আর তাতেই বেশ মুশকিলে পড়েছেন ইলিশ প্রেমি বাঙালি|