November 2, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে ত্রাণ কর্মাধক্ষ্যা

মালদা : টানা কয়দিন নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ইসলামপুর ও দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের অসংরক্ষিত অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। গতকালও ফুলহার নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছিল। নদীর জলে প্লাবিত হয়েছিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ ভাকুরীয়া প্রভৃতি এলাকা। এলাকা গুলির মধ্যে ক্যানেলে জল ঢুকে বিভিন্ন জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছিল এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ভেতরের গ্রামগুলি। এলাকার বাসিন্দারা বেশ কয়েকদিন থেকেই ত্রানের দাবি করে আসছিল। তার সঙ্গে সঙ্গে চরম সংকটে পড়েছিল গবাদিপশুর খাবার যোগাড় করা নিয়ে। প্লাবিত হওয়ার ফলে এলাকায় গবাদিপশুর খাবারের চরম আকাল দেখা দিয়েছে। যদিও আজ মালদা জেলা সেচ দপ্তর থেকে জানা যায় আজ সকাল থেকে নদীর জলের স্তর খানিকটা নেমেছে।

এদিকে আজ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত হওয়া এলাকায পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধক্ষ্যা মর্জিনা খাতুন। তিনি নদী সংলগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন। এলাকাবাসীদের অভাব-অভিযোগ শোনেন। এছাড়াও যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে ওই এলাকাগুলো তিনি পরিদর্শনে যান। এদিন তার সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রতিনিধি প্রকাশ চন্দ্র দাস ও ফিরোজ আলম।
মর্জিনা দেবী জানান, ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমি আজ এই এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করলাম নৌকো করে। এলাকার মানুষদের দাবিদাওয়াগুলো শোনা হল। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। আমি অবিলম্বে এই এলাকার মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করব।”