
বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তিস্তার জলে তলিয়ে গেল এক কিশোর।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সুকান্ত নগর কলোনি এলাকায়। ঘন্টা খানেক ধরে খোঁজাখুঁজির পরও উদ্ধার করা যায়নি ওই শিশুকে।
স্থানীয় সুত্রে জানা গেছে ছেলেটির নাম আকাশ মহম্মদ। জলপাইগুড়ি শহরের সুকান্ত নগর কলোনি এলাকার বাসিন্দা।
বাড়ির লোকের নজর এড়িয়ে সোমবার দুপুরে এক বন্ধুর সঙ্গে নদীর জলে স্নান করতে গিয়েছিল।
নদীর গভীর জলে সাঁতার কাটতে গিয়ে আচমকাই তলিয়ে যায় ছেলেটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকেরা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তারা।
More Stories
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া
তিনজন সদস্যের মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য