July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বন্ধুদের সঙ্গে গোলাপ দিয়ে সচেতনতা পুলিশ ও প্রধানের

বর্তমান গোটা বিশ্বের ত্রাস নোভেল করোনা ভাইরাস। আর এই ভাইরাসের প্রভাবে ইতিমধ্যে গোটা দেশে লক ডাউনের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে ঘর বন্দি থেকে করোনা নিয়ে সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই নির্দেশ অমান্য করে একাংশ মানুষ অকারণে রাস্তায় ঘোরা ঘুরি করছেন।

এই ধরনের পথচলতি মানুষদের এবার সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কোলাঘাট থানা ও শান্তিপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান। বৃহস্পতিবার তারা মেচেদার বিভিন্ন প্রান্তে পথ চলতি মানুষদের গোলাপ ফুল দিয়ে করোনা নিয়ে সচেতন করেন এবং রাস্তায় না বেরোনোর জন্য অনুরোধ রাখেন তাদের কাছে। মেচেদা থার্মাল গেট, মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় তারা বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচলতি মানুষদের হাতে গোলাপ দিয়ে এই সচেতনতা কর্মসূচী পালন করলেন কোলাঘাট থানার পুলিশ আধিকারিক শান্তিময় নন্দী ও শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েত এর প্রধান সেক সেলিম আলি।

পথ চলতি মানুষ মহিলা বাইক আরোহী বাস চালক গাড়ি চালক দের হাতে গোলাপ ফুল দিয়ে করোনা সংক্রমন ঠেকাতে সচেতনতা বার্তা দেন। সেই সঙ্গে তাঁদের জানান সরকারি নির্দেশিকা মেনে সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর এই কর্মসূচীতে তাঁদের সহযোগিতা করেন ‘বন্ধু’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।