বৃহস্পতিবার বাম সংগঠনের ছাত্র যুবদের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের বিরূদ্ধে শুক্রবার পশ্চিমবঙ্গে ১২ ঘন্টা বনধ্ ডাকা হয়েছিল। তাই শুক্রবার বীরভূম জেলার দুবরাজপুরে বাম সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিলটি দুবরাজপুরে সি.পি.আই.এম পার্টী অফিস থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করে। তারপর দুবরাজপুর কামারশাল মোড়ে ঘন্টাখানেক পথ করে দলীয় কর্মীরা। যার ফলে রানিগঞ্জ মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। উল্লেখ্য, শুক্রবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় খুলবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে এই বনধ্ প্রত্যাহার করল বাম সংগঠনের সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন DYFI এর বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টচার্য, জেলা কমিটির সদস্য পল্টু বাগদী, কমরেড শীতল বাউরী, সাধন ঘোষ সহ অন্যান্যরা।